এলজিএসপি-৩ এবং উন্নয়ন সহায়তা খাতের আওতায় ১২টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ১০ জুন বেলা ১১ টার সময় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের চত্বরে উপজেলা পরিষদ মাগুরা সদরের আয়োজনে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর অর্থায়নে বাইসাইকেল বিতরণ করা হয়।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর অনুমতি ক্রমে বাইসাইকেল বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে এ বাইসাইকেল বিতরণের সময় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকোট সাইফুজ্জামান শিখর
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রানী দত্ত, উপপরিচালক স্থানীয় সরকার মোঃ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান।
এছাড়াও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হাসান, এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ আহাদ, চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজার রহমান,আঠারখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস প্রমুখ।
- আরও পড়ুনঃ পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে থার্ড টার্মিনাল
এসময় প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর এমপি মাগুরা সদর উপজেলার ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৯২ টি বাইসাইকেল বিতরণ করেন।
প্রিন্ট