মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির পূর্ব বাগদুলী গ্রামে মঙ্গলবার (২২ এপ্রিল) গভীর রাতে নাঈম মোল্লা (২৩) নামের এক যুবক নিজ বসত ঘরের বারান্দায় আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত নাঈম মোল্লার পিতা কামরুল হাসান মালয়েশিয়া প্রবাসী।
.
জানা যায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে জেগে মুক্তা খাতুন বারান্দায় স্বামী নাঈম মোল্লাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয় এবং পরিবারের লোকজনকে ঘুম থেকে ডেকে তোলে। নাঈমের মাসহ পরিবারের লোকজন ঘুম থেকে জেগে বটি দিয়ে ওড়না কেটে মৃত অবস্থায় নাঈমকে নিচে নামায়।
.
এ ঘটনায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিহতের স্ত্রী মুক্তা খাতুন পাংশা মডেল থানায় ইউডি মামলা দায়ের করে। পাংশা মডেল থানার এসআই সাজিদ আহমেদ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মৃতদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
.
পাংশা মডেল থানার এসআই এসআই সাজিদ আহমেদ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করার তথ্য নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার নেপথ্য জানা যায়নি।
প্রিন্ট