বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ফরিদপুরের উদ্যোগ ও সংস্থার আঞ্চলিক পরিচালক শাহ আহমদ আলীর সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা ১২:০০-টায় ফরিদপুর শহরের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয় Leveraging 4IR skills to drive Smart Bangladesh শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আক্কাস আলী শেখ, সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ জুলফিকার মাহমুদ প্রমূখ।
সেমিনারে বক্তারা বলেন- ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে দেশের তরুণ সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। বেকার যুবসমাজকে ট্রেনিং এর মাধ্যমে আরো বেশি দক্ষ করে তুলতে হবে। বর্তমান সরকার দেশের প্রায় প্রত্যেকটি জেলায় কারিগরি স্কুল ও কলেজ নির্মাণ করেছেন।
প্রিন্ট