আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ৬:৪৩ পি.এম || প্রকাশকাল : জুন ৬, ২০২৩, ৫:৪৬ পি.এম
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ফরিদপুরের আয়োজনে Leveraging 4IR skills to drive Smart Bangladesh শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ফরিদপুরের উদ্যোগ ও সংস্থার আঞ্চলিক পরিচালক শাহ আহমদ আলীর সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা ১২:০০-টায় ফরিদপুর শহরের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয় Leveraging 4IR skills to drive Smart Bangladesh শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আক্কাস আলী শেখ, সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ জুলফিকার মাহমুদ প্রমূখ।
সেমিনারে বক্তারা বলেন- ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে দেশের তরুণ সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। বেকার যুবসমাজকে ট্রেনিং এর মাধ্যমে আরো বেশি দক্ষ করে তুলতে হবে। বর্তমান সরকার দেশের প্রায় প্রত্যেকটি জেলায় কারিগরি স্কুল ও কলেজ নির্মাণ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha