আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল ও শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখা’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আলহাজ্ব মির্জা আজম এমপি।( Mirza Azam MP) মহোদয়।
বৃহস্পতিবার (০১জুন) দুপুরে জামালপুরের মেলান্দহে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী দিদার পাশা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রিন্ট