“তামাক নয়,খাদ্য ফলান” এই পতিপাদ্যে তামাকের কর বৃদ্ধি,ই-সিগারেট নিষিদ্ধ করণ ও তামাক চাষ নিয়ন্ত্রণে ফরিদপুরের সালথায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যার্লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে, উপজেলা প্রশাসন আয়োজিত, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে র্যার্লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, প্রকৌশলী আবু জাফর, জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমীন হোসেন, সালথা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সদস্য সচিব, গণমাধ্যমকর্মী প্রমূখ।
|
বক্তারা ‘তামাক নয়, খাদ্য ফলান’ বিষয়ের ওপর আলোচনা করেন ও সরকারের প্রতি তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধির আহ্বান জানান।
প্রিন্ট