বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলস্রাইল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে মুরাদ-ফুরাদ নামের দুই ভাই এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী মুহাম্মদ শেখ জানান, প্রায় ৩০ বছর ধরে তারা পরিবারের সদস্যরা ১৬ শতাংশ জমিতে বসবাস করে আসছেন। জমিটির মালিকানা দাবি করে সালাম শেখ নামের এক ব্যক্তি বৃহস্পতিবার (১৫ মে) সকালে একদল লোক নিয়ে এসে তাদের বাড়িঘর ভাঙচুর করে ও দখল নেয় বলে অভিযোগ করেন মুহাম্মদ শেখ।
তিনি আরও জানান, ২০০৩ সালের ২৭ মে ১২ শতাংশ জমি এবং ১৯৯৮ সালের ৭ ডিসেম্বর আরও কিছু জমি তারা দাতাদের কাছ থেকে কিনে ভোগদখল করে আসছিলেন। এ জমি নিয়ে সালাম শেখ দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছে। গত কয়েক দিন ধরে প্রতিপক্ষের লোকজন তাদের খুঁজে মারধরের হুমকি দিচ্ছে। বর্তমানে আতঙ্কে পুরুষ সদস্যরা বাড়ি ছাড়া, ঘরে শুধু নারী সদস্যরা রয়েছেন।
মুহাম্মদ শেখ অভিযোগ করেন, হামলাকারীরা রান্নাঘর, গোয়ালঘরসহ বসতবাড়ি ভেঙে ফেলে এবং ঘরের মালামাল লুটপাট করে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ বিষয়ে আদালতে রেকর্ড সংশোধনী মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে সালাম শেখ বলেন, “১২ শতাংশ জমি আমার নামে রেকর্ডভুক্ত। আজিজ মিলিটারিদের কাছ থেকে জমির এওয়াজ বদল হয়েছে। মুহাম্মদরা বহুদিন ধরে দখল করে রাখলেও, গ্রামবাসীর সহায়তায় আমরা জমি ফাঁকা করে নিয়েছি।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রিন্ট