আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার কসবা মালঞ্চি এলাকায় উপজেলার শতাধিক কৃষক-কৃষাণীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সূচনা মনোহরা, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোনায়েম ইসলাম রুমিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী, সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
প্রিন্ট