বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে গ্রাম পুলিশ সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণ আইনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার কলেজ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
গত ৬ মে, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি কোর্সের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।
এরই অংশ হিসেবে ট্রাফিক সার্জেন্ট শ্যামল বিশ্বাস ট্রাফিক পুলিশের বিভিন্ন আইনসহ মোটরযানের কাগজপত্র সম্পর্কে প্রশিক্ষণ দেন।
প্রিন্ট