ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাগুরা বড়খড়ির জমজ দুবোনের সম্পত্তির হক আত্মসাৎকারী হাফিজার লস্কারের বিরুদ্ধে মানববন্ধন

মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামের হাফিজার লস্কারের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার ৩০ মে বিকাল ৪.৩০ টার সময় বড়খড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এবং ত্বন্বী ও মুন্নীর নানী বাড়িতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তারা জানান, জমজ দুই বোন মুন্নিও তন্নী তাদের পিতা মরহুম নান্নু লস্কার ২ বছর পূর্বে ক্যানসারে মারা যায়। তাদের মা সাথী আকতার অন্য আরেক জায়গায় বিয়ে হয়ে সংসার করিতেছে।

এদিকে মুন্নি ও তন্নির চাচা হাফিজার লস্কার মরহুম নান্নুর সম্পত্তি, বাগ-বাগিচা, কাঠাল বাগান, ঘরবাড়ি সহ সব ফাঁকি দিয়ে লিখে নিয়েছে। নান্নু বিদেশ থাকা কালীন সময়ে হাফিজার লস্কার জমানো টাকা পয়সা আত্মসাৎ করে। ঐ গ্রামের মাতব্বর আব্দুল খালেক বিশ্বাস জানান, প্রায় ১ বছর পূর্বে হাফিজার লস্কার এই এতিম বাচ্চার হক ফাঁকি দিয়েছে। নান্নু যখন কাতার প্রবাসী হয় তখন কাতার থেকে দেশের আাসার পর তার বাড়ি ঘর তৈরি করে মারা যায়।

আকাম বিশ্বাস জানান, হাফিজার লস্কার জোর করে তার পিতা জুমারত (যশো) লস্কারের কাছ থেকে অসুস্থ্য অবস্থায় শিশু ছেলের তামিম লস্কারের নামে জোর করে গোপনে নামে লিখে নেয়। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষক হারুনর রশিদ জানান এটা এতিমের হক ফাঁকি দেওয়া চরম অন্যায় যা মানবাধীকার লংঘন মূলক আচরণ, এর বিচার হওয়া উচিৎ। এই এতিম বাচ্চা মুন্নি ও তন্নির কি হবে? তারা কোথায় থাকবে। মা থাকলেও পরের বাড়িতে সংসার করছে।

তন্নির আপন চাচা হাফিজার লস্কার বাড়িঘর জমিজমা সব লিখে নিয়েছে। গ্রামবাসী এই এতিম বাচ্চা মুন্নি ও তন্নির আপন চাচার কাছে ঠিকানা পৌছে দিতে ব্যর্থ হয়। মানবন্ধনে ছিলেন,আব্দুল মজিদ মোল্যা, আবু কাশেম, হাসান আলী,নাজমুল শিকদার ,খালেক বিশ্বাস, হারুনর রশিদ,আঙ্গিনা খাতুন, কদবানু খাতুন, আল্লাদী খাতুন, আছাদ গাজি প্রমুখ। তারা প্রশাসনের কাছে এর সঠিক ঠিকানা পায় সেই প্রত্যাশায় মানববন্ধন করে ও আইনের সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি জানাই।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মাগুরা বড়খড়ির জমজ দুবোনের সম্পত্তির হক আত্মসাৎকারী হাফিজার লস্কারের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরা :

মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামের হাফিজার লস্কারের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার ৩০ মে বিকাল ৪.৩০ টার সময় বড়খড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এবং ত্বন্বী ও মুন্নীর নানী বাড়িতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তারা জানান, জমজ দুই বোন মুন্নিও তন্নী তাদের পিতা মরহুম নান্নু লস্কার ২ বছর পূর্বে ক্যানসারে মারা যায়। তাদের মা সাথী আকতার অন্য আরেক জায়গায় বিয়ে হয়ে সংসার করিতেছে।

এদিকে মুন্নি ও তন্নির চাচা হাফিজার লস্কার মরহুম নান্নুর সম্পত্তি, বাগ-বাগিচা, কাঠাল বাগান, ঘরবাড়ি সহ সব ফাঁকি দিয়ে লিখে নিয়েছে। নান্নু বিদেশ থাকা কালীন সময়ে হাফিজার লস্কার জমানো টাকা পয়সা আত্মসাৎ করে। ঐ গ্রামের মাতব্বর আব্দুল খালেক বিশ্বাস জানান, প্রায় ১ বছর পূর্বে হাফিজার লস্কার এই এতিম বাচ্চার হক ফাঁকি দিয়েছে। নান্নু যখন কাতার প্রবাসী হয় তখন কাতার থেকে দেশের আাসার পর তার বাড়ি ঘর তৈরি করে মারা যায়।

আকাম বিশ্বাস জানান, হাফিজার লস্কার জোর করে তার পিতা জুমারত (যশো) লস্কারের কাছ থেকে অসুস্থ্য অবস্থায় শিশু ছেলের তামিম লস্কারের নামে জোর করে গোপনে নামে লিখে নেয়। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষক হারুনর রশিদ জানান এটা এতিমের হক ফাঁকি দেওয়া চরম অন্যায় যা মানবাধীকার লংঘন মূলক আচরণ, এর বিচার হওয়া উচিৎ। এই এতিম বাচ্চা মুন্নি ও তন্নির কি হবে? তারা কোথায় থাকবে। মা থাকলেও পরের বাড়িতে সংসার করছে।

তন্নির আপন চাচা হাফিজার লস্কার বাড়িঘর জমিজমা সব লিখে নিয়েছে। গ্রামবাসী এই এতিম বাচ্চা মুন্নি ও তন্নির আপন চাচার কাছে ঠিকানা পৌছে দিতে ব্যর্থ হয়। মানবন্ধনে ছিলেন,আব্দুল মজিদ মোল্যা, আবু কাশেম, হাসান আলী,নাজমুল শিকদার ,খালেক বিশ্বাস, হারুনর রশিদ,আঙ্গিনা খাতুন, কদবানু খাতুন, আল্লাদী খাতুন, আছাদ গাজি প্রমুখ। তারা প্রশাসনের কাছে এর সঠিক ঠিকানা পায় সেই প্রত্যাশায় মানববন্ধন করে ও আইনের সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি জানাই।


প্রিন্ট