ফরিদপুরের কানাইপুরে সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা ১২:০০ টায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুরস্থ আনসার আলী মিয়া দাখিল মাদরাসা মাঠে বয়স্ক ও বিধবাদের মধ্যে এক ভাতা বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাপোর্ট সিস্টেম কো-অপারেটিভ লিমিটেডের কর্ণধার মিস তামিকো মিজোয়ই।
এতে অন্যান্যদের মধ্যে জাপানের বিশিষ্ট ব্যবসায়ী মি. কেনজি মিজোয়ই ও আয়ূম্মু মিজোয়ই, সিঙ্গাপুরের ব্যবসায়ী ও আলেয়া ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কর্ণধার মোহাম্মদ মোস্তফা, কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার আবুল হাসান, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন ফকির মো. বেলায়েত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাপানী নাগরিক মিস তামিকো মিজোয়ই তার বক্তব্য বলেন, আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি এখানে এসেছি। জাপান বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
পরিশেষে ৪২০ জন ভাতাভোগীকে নগদ ৫০০ টাকা, ২৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ডাল বিতরণ করা হয়।
