রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১১ মে) বিকালে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অপরাধ কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানুর সভাপতিত্বে এবং কলিমহর ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কিশোর কুমার দাসের সঞ্চালনায় শান্তি সমাবেশ অনুষ্ঠানে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা আদি মহাশ্মশান কমিটির সহসভাপতি নিখিল কুমার দত্ত, সাধারণ সম্পাদক দীপক কুন্ডু, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সাহা (উত্তম সাহা), কলিমহর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মাস্টার ও কলিমহর ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান কুমার বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সন্ত্রাসীদের শিকড়বাকড় যেখানেই পালিয়ে থাকুক না কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসীরা খারাপ মানুষ। তাদের জাত-ধর্ম নেই। তাদের পরিণতি হবে ভয়াবহ। তিনি বলেন, চরমপন্থী-চরমপন্থা বা উগ্রপন্থী- উগ্রপন্থা পরিহার করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ সব ধরণের অপরাধ নির্মূল করার গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে অপরাধ কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন ওসি মোহাম্মদ মাসুদুর রহমান।
অনুষ্ঠানে কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শিব শংকর চক্রবর্তী, কলিমহর ইউনিয়ন পরিষদের মেম্বারগণ, পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশের আগে হোসেনডাঙ্গা বাজারে রাস্তার উপর মিজান মাস্টার হত্যাকান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আধাঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাকর্মীরা।
উল্লেখ্য, পাংশা উপজেলার কলিমহর ইউপির হোসেনডাঙ্গা গ্রামে গত ৩০ এপ্রিল রাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মিজানুর রহমান মাস্টার মুকু (৪৫)। হত্যাকান্ডের ঘটনায় ২মে নিহতের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০২, ধারা ৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার পর থেকে গত ৬ মের মধ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মিজান মাস্টার হত্যা মামলার মোটিভ উদঘাটনসহ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। এতে এলাকার জনমনে স্বস্তি ফিরে আসে। কলিমহর ইউপির বসাকুষ্টিয়া গ্রামের মৃত ইব্রাহিম মন্ডলের পুত্র মিজানুর রহমান মাস্টার অরফে মুকু পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
প্রিন্ট