ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আহতদের সেবা ও পরামর্শ দিলেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল Logo রংপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনাঃ খাদে পড়ে গেল আলিফ পরিবহন, আহত অন্তত ২০ Logo হাতিয়া চরকিং ইউনিয়নে আব্দুল হাই ভূঁইয়া ল্যাংগুয়েজ ক্লাবের উদ্দ্যেগে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে ফ্রি ইংরেজি শেখার কার্যক্রম চালু হয়েছে Logo শার্শায় কৃষকের বাড়ি ভাংচুর ও বোমা হামলা ঘটনার মুল হোতা তোতা আটক Logo হাতিয়ায় মুয়াজ্জিন পেলেন রাজকীয় বিদায় সংবর্ধনা Logo আলিপুর টি ১০ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত  Logo শালিখায় স্ত্রীহত্যা মামলার আসামি মিজানুর গ্রেফতার Logo বাঘায় আগুন নিয়ন্ত্রনে ব্যাপক ক্ষতি থেকে রক্ষা Logo ভূরুঙ্গামারীতে “Movement for Punctuality” আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত Logo গণসংযোগে ঝাঁপিয়ে পড়েছে এনসিপিঃ সামনে জুলাই পদযাত্রা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

একইসাথে ওয়াই-ফাই ও মোবাইল ডেটা ব্যবহার

প্রযুক্তির উৎকর্ষের এই যুগে স্মার্টফোন গেমিং এখন আগের চেয়েও অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠেছে। গেমিং এখন তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনের অংশ। এমএলবিবি, ফ্রি-ফায়ার ও পাবজির মতো গেমগুলো এখন সামাজিক ট্রেন্ডে পরিণত হয়েছে। কাজেই একটি স্থিতিশীল নেটওয়ার্কে যুক্ত থাকা, গেমারদের জন্য এখন খুবই জরুরি। এই চাহিদা থেকে অনেকসময় আমরা একইসাথে ওয়াই-ফাই ও মোবাইল ডেটাতে যুক্ত থাকার প্রয়োজনীয়তা অনুভব করি। কিন্তু বাস্তবে কি আদও সেটা সম্ভব?
সাধারণত, বেশিরভাগ ফোনেই ওয়াই-ফাই ও মোবাইল ডেটা একইসময়ে ব্যবহার করা যায় না। একারণে গেমারদের সমস্যায় পড়তে হয়। গেম চলাকালীন গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্য গেমারদের তুলনায় পিছিয়েও পড়তে হয় অনেককে। কার্যকর প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন গেমারদের এই সমস্যা থেকে মুক্তি দেওয়া এখন জরুরি হয়ে পড়েছে।
বর্তমানে গেমিংয়ের এই সীমাবদ্ধতার সমাধান দিতে এখন আমাদের আছে লিংক বুমিং প্রযুক্তি। মাল্টি নেটওয়ার্ক কনকারেন্সির জন্য ব্যবহার করা এই প্রযুক্তি গেমিংয়ে আনবে অসাধারণ অভিজ্ঞতা। এই প্রযুক্তির ফলে ওয়াই-ফাই এবং মোবাইল ডেটা একসাথে কাজ করে। গুরুত্বপূর্ণ মুহূর্তে সংযুক্ত রাখে গেমারদের। ওয়াই-ফাই ও ডেটা চ্যানেলের এই সমন্বয়ের ফলে দুর্বল নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশনের গতি বাড়ে। এতে ব্যবহারকারীরা কোনো ল্যাগ ছাড়াই ভিডিও স্ট্রিমিং বা গেমিং চালিয়ে যেতে পারেন।
বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন একটি স্মার্টফোন এসেছে, যা ব্যবহারকারীদের একইসাথে ওয়াই-ফাই ও মোবাইল ডেটা ব্যবহারের সুবিধা দেয়। গেমিং জগতে চমৎকার এই সংযোজন হলো ইনফিনিক্স হট ৩০। শক্তিশালী হেলিও জি৮৮ প্রসেসরের সাথে সর্বোচ্চ ২.০ গিগাহার্জ-এর দু’টি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর দিয়ে গঠিত ৮-কোর আর্কিটেকচার ডিজাইন নিয়ে তৈরি হয়েছে ইনফিনিক্স হট ৩০। এই স্মার্টফোনে আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১০৮০পি হাই রেজোলিউশন সম্পন্ন ৬.৭৮ ইঞ্চি স্ক্রিন, ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ২৭০ হার্জ টাচ স্যাম্পলিং রেট। আরও আছে ডুয়েল স্পিকার ডিজাইন এবং ডিটিএস প্রযুক্তি, যার ফলে গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ে ব্যবহারকারীরা পাবেন থ্রিডি সারাউন্ড সাউন্ড ইফেক্ট।
এই স্মার্টফোনে আছে এফ১.৬ অ্যাপারচার সম্পন্ন ৫০-মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং নাইট ফটোগ্রাফির জন্য বিভিন্ন ধরনের ফিল্টার স্টাইল। ১৪,৯৯৯ টাকা (৪+১২৮ জিবি) এবং ১৭,৪৯৯ টাকায় (৮+১২৮ জিবি) পাওয়া যাচ্ছে ইনফিনিক্স হট ৩০।
সবশেষে বলা যায়, আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অত্যাধুনিক প্রযুক্তি সাথে নিয়ে গেমিং হয়ে ওঠছে আরও নিরবচ্ছিন্ন, আরও প্রাণবন্ত। এখন নিজেদের সুবিধা, অভিজ্ঞতা ও কার্যকরিতার দিকটি বিবেচনা করে গেমাররই ঠিক করবেন, তারা কী বেছে নেবেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আহতদের সেবা ও পরামর্শ দিলেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল

error: Content is protected !!

একইসাথে ওয়াই-ফাই ও মোবাইল ডেটা ব্যবহার

আপডেট টাইম : ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :
প্রযুক্তির উৎকর্ষের এই যুগে স্মার্টফোন গেমিং এখন আগের চেয়েও অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠেছে। গেমিং এখন তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনের অংশ। এমএলবিবি, ফ্রি-ফায়ার ও পাবজির মতো গেমগুলো এখন সামাজিক ট্রেন্ডে পরিণত হয়েছে। কাজেই একটি স্থিতিশীল নেটওয়ার্কে যুক্ত থাকা, গেমারদের জন্য এখন খুবই জরুরি। এই চাহিদা থেকে অনেকসময় আমরা একইসাথে ওয়াই-ফাই ও মোবাইল ডেটাতে যুক্ত থাকার প্রয়োজনীয়তা অনুভব করি। কিন্তু বাস্তবে কি আদও সেটা সম্ভব?
সাধারণত, বেশিরভাগ ফোনেই ওয়াই-ফাই ও মোবাইল ডেটা একইসময়ে ব্যবহার করা যায় না। একারণে গেমারদের সমস্যায় পড়তে হয়। গেম চলাকালীন গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্য গেমারদের তুলনায় পিছিয়েও পড়তে হয় অনেককে। কার্যকর প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন গেমারদের এই সমস্যা থেকে মুক্তি দেওয়া এখন জরুরি হয়ে পড়েছে।
বর্তমানে গেমিংয়ের এই সীমাবদ্ধতার সমাধান দিতে এখন আমাদের আছে লিংক বুমিং প্রযুক্তি। মাল্টি নেটওয়ার্ক কনকারেন্সির জন্য ব্যবহার করা এই প্রযুক্তি গেমিংয়ে আনবে অসাধারণ অভিজ্ঞতা। এই প্রযুক্তির ফলে ওয়াই-ফাই এবং মোবাইল ডেটা একসাথে কাজ করে। গুরুত্বপূর্ণ মুহূর্তে সংযুক্ত রাখে গেমারদের। ওয়াই-ফাই ও ডেটা চ্যানেলের এই সমন্বয়ের ফলে দুর্বল নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশনের গতি বাড়ে। এতে ব্যবহারকারীরা কোনো ল্যাগ ছাড়াই ভিডিও স্ট্রিমিং বা গেমিং চালিয়ে যেতে পারেন।
বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন একটি স্মার্টফোন এসেছে, যা ব্যবহারকারীদের একইসাথে ওয়াই-ফাই ও মোবাইল ডেটা ব্যবহারের সুবিধা দেয়। গেমিং জগতে চমৎকার এই সংযোজন হলো ইনফিনিক্স হট ৩০। শক্তিশালী হেলিও জি৮৮ প্রসেসরের সাথে সর্বোচ্চ ২.০ গিগাহার্জ-এর দু’টি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর দিয়ে গঠিত ৮-কোর আর্কিটেকচার ডিজাইন নিয়ে তৈরি হয়েছে ইনফিনিক্স হট ৩০। এই স্মার্টফোনে আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১০৮০পি হাই রেজোলিউশন সম্পন্ন ৬.৭৮ ইঞ্চি স্ক্রিন, ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ২৭০ হার্জ টাচ স্যাম্পলিং রেট। আরও আছে ডুয়েল স্পিকার ডিজাইন এবং ডিটিএস প্রযুক্তি, যার ফলে গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ে ব্যবহারকারীরা পাবেন থ্রিডি সারাউন্ড সাউন্ড ইফেক্ট।
এই স্মার্টফোনে আছে এফ১.৬ অ্যাপারচার সম্পন্ন ৫০-মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং নাইট ফটোগ্রাফির জন্য বিভিন্ন ধরনের ফিল্টার স্টাইল। ১৪,৯৯৯ টাকা (৪+১২৮ জিবি) এবং ১৭,৪৯৯ টাকায় (৮+১২৮ জিবি) পাওয়া যাচ্ছে ইনফিনিক্স হট ৩০।
সবশেষে বলা যায়, আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অত্যাধুনিক প্রযুক্তি সাথে নিয়ে গেমিং হয়ে ওঠছে আরও নিরবচ্ছিন্ন, আরও প্রাণবন্ত। এখন নিজেদের সুবিধা, অভিজ্ঞতা ও কার্যকরিতার দিকটি বিবেচনা করে গেমাররই ঠিক করবেন, তারা কী বেছে নেবেন।

প্রিন্ট