হাতিয়ায় ৩টি দোকানে অভিযান চালিয়ে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নোয়াখালী হাতিয়ায় অনুমোদনহীন পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে একলাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ মে) সকালে উপজেলা সদর ওছখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কায়সার খসরু এই অভিযান পরিচালনা করেন।
এ সময় আরমান স্টোরে অনুমোদনহীন পণ্য বিক্রি ও পঁচা ফল বিক্রির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া উপজেলা সদরের মাছ বাজারে দুইজন মুরগি ব্যবসায়ীকে অস্বাস্থ্যকর পরিবেশ মুরগি বিক্রির অভিযোগে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আজিজুল ইসলাম ও হাতিয়া থানার একজন এস আই সহ পুলিশের ছয় সদস্যের একটি টিম।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছ ও সবজি ব্যবসায়ীদের পণ্য তালিকা প্রদর্শন করার জন্য সতর্ক করেন।
ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কায়সার খসরু বলেন, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। আমরা প্রতিদিন এক একটি বাজারে এই অভিযান পরিচালনা করে আসছি। আমাদের লক্ষ্য হলো ভোক্তাদের হয়রানি বন্ধ করা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট