কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে দগ্ধ আক্তার মন্ডল এবং দিনু মন্ডল মারা গেছেন। তাদেরকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রবিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দৌলতপুর থানার ওসি মুজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত আক্তার মন্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের উত্তরপাড়া এলাকার তোফাজ্জেল হোসেন মন্ডলের ছেলে এবং দিনু মন্ডল একই এলাকার দবির মন্ডলের ছেলে।
জানা যায়, দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এক শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে খা এবং শিকদার বংশের সঙ্গে মন্ডল বংশের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ২৭ এপ্রিল বিকেলে কয়েকশ লোকজন নিয়ে খা এবং শিকদার বংশের লোকজন মন্ডল বংশের লোকজনের উপর হামলা চালান। প্রতিপক্ষের হামলা থেকে বাচতে মন্ডল বংশের লোকজন ঘরের মধ্যে আশ্রয় নেন।
এ সময় হামলাকারীরা বাইরে থেকে তালা দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ ওঠে। এতে অগ্নিদগ্ধ হন কমপক্ষে ১৫ জন। আগুন থেকে বাচতে ঘরের বেড়া কেটে বাইরে আসলে তাদেরকে কুপিয়ে জখম করা হয়। এ সময় পাঁচটি মোটরসাইকেলসহ চারটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। লুট করা হয় গরুসহ দামি জিনিসপত্র। এ ঘটনায় নারী শিশুসহ আহত হন ২৫ জন। তাদের মধ্যে অগ্নিদগ্ধ গুরুতর আহত চারজনসহ ছয়জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় গত ২৮ এপ্রিল মন্ডল বংশের পক্ষ থেকে ৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
প্রিন্ট