এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার বাঘা উপজেলার ৬২ টি স্কুল থেকে ঝরে পড়েছে ৯০ জন শিক্ষার্থী। এ বছর ৬২ টি স্কুল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৭০২ জন। রোববার (৩০) এপ্রিল) অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৬১২ জন। অনুপস্থিত ৯০ জন।
এর মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৪৮টি স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা ছিল-১ হাজার ৯৩৫ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ৮৮৪ জন। অনুপস্থিত ৫১ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ স্কুল থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল-৫৪৪ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৫২৫ জন। অনুপস্থিত ১৯জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯টি মাদ্রাসা থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল-২২৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১৯৩ জন। অনুপস্থিত ২০জন।
|
এ তথ্য নিশ্চিত করেছেন- উপজেলার ৯টি কেন্দ্রের কেন্দ্র সচিব-মোহাম্মদ আলী দেওয়ান,বাবুল ইসলাম, আব্দুল হামিদ, সঞ্জয় কুমার দাস, সিরাজুল ইসলাম, সামরুল ইসলাম, আবু সাঈদ মোঃ সিদ্দিক, আব্দুল হামিদ, মোঃ আব্দুর রব ।
সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহন নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন। নির্বাহি অফিসার শারমিন আখতার বলেন, নির্দেশনা অনুযায়ী রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষা নকলমুক্ত পরিবেশে শেষ হয়েছে।
প্রিন্ট