নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় হাসপাতালে পৌঁছান। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। রাতে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের ইমার্জেন্সি গেটে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়েছে। এখানে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার সর্বশেষ স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারব। চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন।
হাসপাতালে নেওয়ার আগে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে দেখা করে সালাম জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝেমধ্যে তাকে হাসপাতালে নিতে হয়। বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য বাসায় থেকে চিকিৎসা গ্রহণ এবং বিদেশে যেতে পারবেন না-আগের এই দুই শর্তে খালেদা জিয়ার দণ্ডাদেশ আরও ছয় মাস স্থগিত করা হয় ১৯ মার্চ। ২৫ মার্চ থেকে এই নির্দেশ কার্যকর হয়।
|
দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। নির্বাহী আদেশে তার দণ্ড স্থগিত রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। এরপর ৩০ অক্টোবর এই মামলায় আপিলে তার আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।
প্রিন্ট