ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চট্টগ্রামের পটিয়ার পাহাড়ি এলাকা থেকে ৭ শিক্ষার্থী অপহ্রতঃ মুক্তিপণের বিনিময়ে মুক্ত

প্রদীপ্ত চক্রবর্তীঃ

 

জুলুতিকে কয়েক মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের পটিয়ায় আবারো অপহরণের ঘটনা ঘটেছে । পটিয়ার পাহাড়ি এলাকায় বেড়াতে যাওয়া ৭ শিক্ষার্থীকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা । মুক্তিপনের বিনিময়ে মুক্তি পেয়েছেন অপহ্রত শিক্ষার্থীরা ।

.

জানা গেছে , গত বুধবার সকালবেলা পটিয়ার একদল শিক্ষার্থী বিনোদন স্পট “বুদবুদি ছড়া ” দেখতে যান । সন্ধ্যায় ফেরার পথে একদল পাহাড়ি সন্ত্রাসী শিক্ষার্থীদের অস্ত্রের মুখে অপহরণ করে পাহাড়ের ভিতরে নিয়ে যায় । পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে অপহ্রতদের পরিবারের সাথে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেন ।

.

এই ঘটনা যদি তারা পুলিশকে জানায় তবে অপহ্রতদের জীবন্ত পাওয়া যাবে না বরং লাশ পাওয়া যাবে বলে হূমকি দেন । অপহ্রতদের পরিবারগুলো অনেক কষ্ট করে ৩ লাখ টাকা যোগাড় করে অপহরনকারী সন্ত্রাসীদের কাছে বিকাশের মাধ্যমে পাঠালে মধ্যরাতে হাইদগাঁও পাহাড়ের নীচে এনে অপহ্রতদের ছেড়ে দেয়া হয় ।

.

অপহ্রতরা হলেন- তৌহিদুল ইসলাম, পিতা: শফিউল আলম, সাং: ছনহড়া; মোঃ সাগির, পিতা: মোহাম্মদ ইলিয়াছ, সাং: হাইদগাঁও; মীর হামিদ, পিতা : কামরুল ইসলাম; আশরাফুর রহমান খোকা, পিতা- আহমদ নূর, সাং: বড়লিয়া; জোবায়দুল ইসলাম, ফয়সাল আহমেদ , শাহেদ মিয়া সর্ব সাং পটিয়া পৌরসভা ।

.

এই ঘটনায় পটিয়ার শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে গভীর উৎকন্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে । তারা পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধি ও পাহাড়ে অভিযান, টহল বাড়ানোর দাবি জানিয়েছেন ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

error: Content is protected !!

চট্টগ্রামের পটিয়ার পাহাড়ি এলাকা থেকে ৭ শিক্ষার্থী অপহ্রতঃ মুক্তিপণের বিনিময়ে মুক্ত

আপডেট টাইম : ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

প্রদীপ্ত চক্রবর্তীঃ

 

জুলুতিকে কয়েক মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের পটিয়ায় আবারো অপহরণের ঘটনা ঘটেছে । পটিয়ার পাহাড়ি এলাকায় বেড়াতে যাওয়া ৭ শিক্ষার্থীকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা । মুক্তিপনের বিনিময়ে মুক্তি পেয়েছেন অপহ্রত শিক্ষার্থীরা ।

.

জানা গেছে , গত বুধবার সকালবেলা পটিয়ার একদল শিক্ষার্থী বিনোদন স্পট “বুদবুদি ছড়া ” দেখতে যান । সন্ধ্যায় ফেরার পথে একদল পাহাড়ি সন্ত্রাসী শিক্ষার্থীদের অস্ত্রের মুখে অপহরণ করে পাহাড়ের ভিতরে নিয়ে যায় । পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে অপহ্রতদের পরিবারের সাথে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেন ।

.

এই ঘটনা যদি তারা পুলিশকে জানায় তবে অপহ্রতদের জীবন্ত পাওয়া যাবে না বরং লাশ পাওয়া যাবে বলে হূমকি দেন । অপহ্রতদের পরিবারগুলো অনেক কষ্ট করে ৩ লাখ টাকা যোগাড় করে অপহরনকারী সন্ত্রাসীদের কাছে বিকাশের মাধ্যমে পাঠালে মধ্যরাতে হাইদগাঁও পাহাড়ের নীচে এনে অপহ্রতদের ছেড়ে দেয়া হয় ।

.

অপহ্রতরা হলেন- তৌহিদুল ইসলাম, পিতা: শফিউল আলম, সাং: ছনহড়া; মোঃ সাগির, পিতা: মোহাম্মদ ইলিয়াছ, সাং: হাইদগাঁও; মীর হামিদ, পিতা : কামরুল ইসলাম; আশরাফুর রহমান খোকা, পিতা- আহমদ নূর, সাং: বড়লিয়া; জোবায়দুল ইসলাম, ফয়সাল আহমেদ , শাহেদ মিয়া সর্ব সাং পটিয়া পৌরসভা ।

.

এই ঘটনায় পটিয়ার শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে গভীর উৎকন্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে । তারা পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধি ও পাহাড়ে অভিযান, টহল বাড়ানোর দাবি জানিয়েছেন ।


প্রিন্ট