কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারের আঃ সামাদ দুদুর পুত্র জিসান মিয়ার দোকান ঘরের ভিতর থেকে জুয়া খেলার সরঞ্জাম, ৬ টি মোবাইল সেট ও নগদ অর্থ ৬,৫০০ টাকা,০৩ (তিন)টি মোটর সাইকেল, সহ ৫ জুয়াড়িকে হাতে নাতে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
২২ই এপ্রিল (শনিবার) রাত আনুমানিক ৩ ঘটিকায় মাদকদ্রব্য, জুয়া এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন চর ভূরুঙ্গামারীর ছফর উদ্দিন এর পুত্র সুজন মাহামুদ, ইসলামপুর এলাকার সাইফুর রহমান এর পুত্র আতিক হাসান, তিলাই (আনন্দ বাজার), তমিজ উদ্দিন এর পুত্র আমিনুর ইসলাম, রাঙ্গালের কুটি কাশেম আলীর পুত্র হাবিব এবং অন্যজন একই এলাকার আঃ হাই পুত্র খাইরুল আলম রনি।
এসময় ঘটনাস্থল হতে ০৩ (তিন) জন কৌশলে পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ও পলাতক সহ মোট ৮ জনের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ভূরুঙ্গামারী উপজেলায় মাদক ও জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।
প্রিন্ট