ফরিদপুরের মধুখালী উপজেলায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ মধুখালি শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় ফরিদপুরের মধুখালী উপজেলার পাটবাজারে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মধুখালি শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে বেআইনি গ্রাম্য সালিশে এক নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, মধুখালী পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের কমিশনার নাজমা সুলতানা, মহিলা আওয়ামী লীগ নেত্রী লিপি আক্তার সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা হবিগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
প্রিন্ট