পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোছা. তানজিনা খাতুন।

জানা গেছে, বি এস টি আই আইন ২০১৮ এর ৩০ ধারায়( মঙ্গলবার ১১ এপ্রিল) দুপুরে চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার বিপাশা বেকারির মালিক আবু বক্কর সিদ্দিককে ১০ হাজার টাকা, কাজিপাড়া মহল্লার ঈগল ফুডের মালিক সাইফুল ইসলাম কে ১০ হাজার টাকা ও আফ্রাতপাড়া মহল্লার বাদশা অয়েল মিলের মালিক আজির উদ্দিন বাদশাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বিএসটিআইয়ের রাজশাহীর ফিল্ড অফিসার (সিএম)আমিনুল ইসলাম সহ চাটমোহর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চাটমোহর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা তানজিনা খাতুন জানান, বিপাশা বেকারিকে উৎপাদন প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় জরিমানা করা হয়েছে এছাড়া অপর দুই প্রতিষ্টানে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় জরিমানা আদায় করা হয়েছে।
প্রিন্ট