কুষ্টিয়ায় ট্রাকচাপায় ইমরান আলী নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার কবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমরান আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ দক্ষিণ কাটদহ গ্রামের ইউনুস আলীর ছেলে। ইরান আলী পোড়াদহ বাজারের তৈরি পোশাক ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, সকালে ইমরান কুষ্টিয়া থেকে পোড়াদহ যাওয়ার পথে হঠাৎ অটো থেকে রাস্তার উপর পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইমরানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া হাইওয়ের থানার ওসি দেবব্রত রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রিন্ট