মঙ্গলবার(১১এপ্রিল)সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে ২০২২-২৩ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএপিটি-২) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভেড়ামারা উপজেলা কৃষি অফিস সিআইজি কংগ্রেসের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া কৃষিবিদ ড. হায়াত মাহমুদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক, পশ্চীম বাহিরচর বারমাইল সিআইজি ফসল সমবায় সমিতি লিঃ মোঃ আনোয়ার হোসেন। ধরমপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ ওহিদুজ্জামান। বিত্তিপাড়া ধরমপুর ইউনিয়ন, ক্যাশিয়ার, শেলি খাতুন। কাজিহাটা, ধরমপুর ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক, বাবর আলি। ৬৮ পাড়া, বাহিরচর ইউনিয়ন, সাধারণ সম্পাদক আকবর হোসেন। উপজেলার কৃষক, সাংবাদিক বৃন্দ প্রমুখ।
|
বক্তারা বলেন, সিআইজি হল কৃষকদের ‘কমন ইন্টারেস্ট গ্রুপ’। এ গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের মধ্যে একতা বৃদ্ধি ও স্থায়ী সংযোগ স্থাপন করা। সিআইজি সদস্যরা তাদের কৃষির সমস্যা চিহ্নিত করবেন। তারপর সমাধানের উপায় নির্ধারণ করবেন। উন্নয়নের বাস্তবভিত্তিক স্মার্ট পরিকল্পনা গ্রহণ করে তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করবে । কৃষক নিজে স্বাবলম্বী হবেন। তারা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করবেন। সেই সাথে কৃষক ও কৃষাণী গ্রæপের সদস্যদেরও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবেন। টেকসই ও স্মার্ট কৃষি তারা নিশ্চিত করবে
প্রিন্ট