কুষ্টিয়া ভেড়ামারায় আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১২ টায় ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের দোলুয়া গ্রামের সাইফুল ইসলামের (৪২) বাড়ি থেকে দেশীয় ওয়ান সুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, পারিবারিক কলহের জের ধরে দোলুয়া গ্রামের ইয়াকুব আলী কালুর ছেলে সাইফুল ইসলাম পরিবারের সদস্যের দিকে আগ্নেয় অস্ত্র পদর্শন করেন। এসময় গ্রামের লোকজন তাকে আটক করতে গেলে বাড়িতে অস্ত্র ফেলেই পালিয়ে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পুলিশ ওয়ান সুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। বিষয়টি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
|
প্রিন্ট