পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন।
জানা গেছে বুধবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের মৃত নছিমমুদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৪০) কে অবৈধ ভাবে ফসলি জমিতে মাটি কেটে বিক্রি করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া একই অপরাধে ওই ইউনিয়নের ছয়ঘাটি গ্রামের নওশের আলীর ছেলে নুহু আলী (৫০) কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন সময়ের প্রত্যাশাকে বলেন অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে তাদের এ জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট