পাবনার চাটমোহর পারিবারিক হাঁস মুরগী ও গবাদিপশু পালন বিষয় ৭ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা মমতাজ মহল।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম সহ ওই দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দকৃত আশ্রয়ন প্রকল্পে বসবাসরত সুবিধাভোগীদের মধ্যে ৩০ জন বেকার যুব ও যুব নারীদের ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল মোট ৭ দিন ব্যাপী এ প্রশিক্ষন দেওয়া হবে।
প্রিন্ট