পাবনার চাটমোহরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন ও মূল্যায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবীর।
এসময় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী বাবলু প্রমূখ।
শুরুতে চাটমোহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম সমাজসেবা কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন ও মূল্যায়ন বিষয়ক বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আলোচনা করেন।
এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি সাংবাদিক সুধিজন এতে অংশ নেয়।
প্রিন্ট