বাঘায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর বাঘা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০-০৩-২০২৩) ব্যাংকটির শাখা কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সরকারি কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার ইফতার মাহফিল অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, অধ্যক্ষ আব্দুর রব,আব্দুল হামিদসহ গ্রাহক ও ব্যাংকটির অফিসার ও কর্মচারিগন। এদিকে ইফতারে বিশেষ ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমন্ত্রিত অতিথিদের অনেকেই।
প্রিন্ট