ঢাকা , মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার Logo শালিখায় পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজা সহ আটক ৩ Logo গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভোটের সমীকরণে চেয়ারম্যান প্রার্থী বিমল বিশ্বাস এগিয়ে Logo যশোরের মনিরামপুরে ডাকাতির ঘটনায় আটক ৪, পিকআপ জব্দ Logo ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ও কর্ম কর্তাদের কর্মবিরতি Logo ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবীতে সমাবেশ  Logo আমতলীতে ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার Logo নলছিটিতে বারি তিল-৪ এর বাম্পার ফলন Logo লন্ডনে শহীদ জননীর জন্মবার্ষিকী অনুষ্ঠান Logo কালুখালী উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি লুৎফর, সম্পাদক রুমা নির্বাচিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সদরপুরে জমে উঠেছে লালমীর হাটঃ দাম বেশী পাওয়ায় কৃষকের মুখে হাসি

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন স্থানে বসেছে লালমীর হাট। কাটাকালী, মজুন্দার বাজার, বাধানো ঘাট, চাঁদপুর ও কৃষ্ণপুরে চলছে লালমীর বেচাকেনা। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখান থেকে লালমী কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন।কৃষকদের কাছ থেকে জানা গেছে, প্রতি বছর রমজান মাসকে সামনে রেখে সদরপুর উপজেলার কৃষকরা ব্যস্ত হয়ে পরেন লালমী চাষে।

স্থানীয় কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় পাঁচশত পচিশ একর জমিতে লালমী আবাদ করা হয়েছে। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এ বছর লালমী চাষে খরজ পড়েছে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুন। যেখানে গত বছর প্রতি বিঘা (৫২ শতক) জমিতে লালমী আবাদে কৃষকের খরজ হয়েছিল ৭ থেকে ৮ হাজার টাকা। আর চলতি মৌসুমে প্রতি বিঘায় খরচ হয়েছে ১৫ থেকে ১৮ হাজার টাকা।

কারন হিসব কৃষকরা জানান, সময়মত বৃষ্টি না হওয়া, কারেন্ট পোকা, বাইল্যা পোকা ও সাদা মাছির আক্রমনে বেশী ওষুধ প্রয়োগ এবং কৃষক বেশী লাগার কারনে উৎপাদন খরচ দ্বিগুণ হলেও উৎপাদন হয়েছে গত বছরের তুলনায় অর্ধেক।

তবে ব্যবসায়ীরা জানান, এ বছর লালমীর মূল্য গত বছরের তুলনায় বেশী। গত বছর একশত লালমী তিন হাজার টাকা দরে বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে প্রতি শত পাঁচ হাজার টাকায়। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় চলতি বছর লালমীর উৎপাদন কম হওয়ায় অল্প কয়েকদিনের মধ্যেই লালমীর ঘাটতি দেখা দিতে পারে বলে জানান ব্যবসায়ীরা। চলতি মৌসুমে লালমীর সংকট দেখা দিলে লালমীর দাম ভয়ানক ভাবে বৃদ্ধি পেতে পারে বলে জানান ব্যবসায়ীরা। অপরদিকে কৃষকরা বলছেন এ বছর উৎপাদন কম হওয়ায় খরচ উঠাতেই হিমসিম খাচ্ছেন তারা।

এ ব্যাপারে সদরপুর কৃষি অফিসার বিধান রায় জানান, কৃষকদের অন্যান্ন ফসল উৎপাদনে সরকারি ভাবে প্রনোদনার ব্যবস্থা থাকলেও লালমী চাষে সরকারি ভাবে কোন বরাদ্দ না থাকায় কৃষকদের আর্থিক ভাবে কোন সহযোগিতা করা যাচ্ছেনা। তবে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
তবে সব ফসলের মত লালমী চাষে সরকারি ভাবে কৃষকদের আর্থিক ভাবে বরাদ্দ দেওয়া হোক এমনটাই দাবী সদরপুর উপজেলার কৃষকদের।

  • আরও দেখুন ভিডিওতেঃ
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

error: Content is protected !!

সদরপুরে জমে উঠেছে লালমীর হাটঃ দাম বেশী পাওয়ায় কৃষকের মুখে হাসি

আপডেট টাইম : ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন স্থানে বসেছে লালমীর হাট। কাটাকালী, মজুন্দার বাজার, বাধানো ঘাট, চাঁদপুর ও কৃষ্ণপুরে চলছে লালমীর বেচাকেনা। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখান থেকে লালমী কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন।কৃষকদের কাছ থেকে জানা গেছে, প্রতি বছর রমজান মাসকে সামনে রেখে সদরপুর উপজেলার কৃষকরা ব্যস্ত হয়ে পরেন লালমী চাষে।

স্থানীয় কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় পাঁচশত পচিশ একর জমিতে লালমী আবাদ করা হয়েছে। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এ বছর লালমী চাষে খরজ পড়েছে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুন। যেখানে গত বছর প্রতি বিঘা (৫২ শতক) জমিতে লালমী আবাদে কৃষকের খরজ হয়েছিল ৭ থেকে ৮ হাজার টাকা। আর চলতি মৌসুমে প্রতি বিঘায় খরচ হয়েছে ১৫ থেকে ১৮ হাজার টাকা।

কারন হিসব কৃষকরা জানান, সময়মত বৃষ্টি না হওয়া, কারেন্ট পোকা, বাইল্যা পোকা ও সাদা মাছির আক্রমনে বেশী ওষুধ প্রয়োগ এবং কৃষক বেশী লাগার কারনে উৎপাদন খরচ দ্বিগুণ হলেও উৎপাদন হয়েছে গত বছরের তুলনায় অর্ধেক।

তবে ব্যবসায়ীরা জানান, এ বছর লালমীর মূল্য গত বছরের তুলনায় বেশী। গত বছর একশত লালমী তিন হাজার টাকা দরে বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে প্রতি শত পাঁচ হাজার টাকায়। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় চলতি বছর লালমীর উৎপাদন কম হওয়ায় অল্প কয়েকদিনের মধ্যেই লালমীর ঘাটতি দেখা দিতে পারে বলে জানান ব্যবসায়ীরা। চলতি মৌসুমে লালমীর সংকট দেখা দিলে লালমীর দাম ভয়ানক ভাবে বৃদ্ধি পেতে পারে বলে জানান ব্যবসায়ীরা। অপরদিকে কৃষকরা বলছেন এ বছর উৎপাদন কম হওয়ায় খরচ উঠাতেই হিমসিম খাচ্ছেন তারা।

এ ব্যাপারে সদরপুর কৃষি অফিসার বিধান রায় জানান, কৃষকদের অন্যান্ন ফসল উৎপাদনে সরকারি ভাবে প্রনোদনার ব্যবস্থা থাকলেও লালমী চাষে সরকারি ভাবে কোন বরাদ্দ না থাকায় কৃষকদের আর্থিক ভাবে কোন সহযোগিতা করা যাচ্ছেনা। তবে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
তবে সব ফসলের মত লালমী চাষে সরকারি ভাবে কৃষকদের আর্থিক ভাবে বরাদ্দ দেওয়া হোক এমনটাই দাবী সদরপুর উপজেলার কৃষকদের।

  • আরও দেখুন ভিডিওতেঃ