ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় দুধ বিক্রেতার মৃত্যু

-ছবি প্রতীকী।

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন দুধ বিক্রেতা মালেক পাল(৭০) । জানা গেছে গত  ২৩ মার্চ বেলা আনুমানিক ১০  টা থেকে সাড়ে ১১ টার মধ্যে  ঘটিকার মধ্যে যেকোন সময়। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
শহরের মেরিন কলেজ টু সুইজগেট পাকা রাস্তার জনৈক সাহেদা বেগম এর বাড়ির পিছনে রাস্তার ঢালে উওর পাশে‌ উক্ত ঘটনাটি ঘটে ‌ এ সময় তার লাশ রাস্তার পাশে পড়েছিল।
ঘটনার বিবরণে আরো জানা যায় তার বাড়ি  কোতয়ালী  থানাধীন মেরিন কলেজ টু সুইচ গেট পাকা রাস্তার  পাশে সাহেদা বেগম এর বাড়ির পিছনে। মৃত মালেক পাল (৭০) পিতা আলেপ পাল সাং চর মধ্য টেপাখোলা পো: ফরিদপুর সদর। থানা কোতয়ালী জেলা ফরিদপুর।
মৃত মালেক পাল দুধ বিক্রেতা ছিলেন  দুধ নিয়ে ২৩ মার্চ  সকাল দশটা থেকে এগারো  টার মধ্যে   দুধ নিয়ে বাই সাইকেল যোগে  টেপাখোলা বাজারে যাওয়ার সময়  যে কোন গাড়ি তাকে মেরে দিয়ে চলে যায়। মৃত মালেক পাল সাহেদা বেগমের বাড়ির পিছনে রাস্তার ঢালে পড়ে থাকে।
বাড়ির মানুষ গত কাল খোজা খুজি করে না পাওয়ায়  আজ  ২৪ মার্চ  কোতয়ালী থানায় জিডি করে আসে তার কিছুক্ষণ পর  বেলা ১২ টার  সময় মৃত মালেক পাল এর খোজ খবর পাওয়া যায় তাৎক্ষণিক পুলিশ কে খবর দেওয়ায় পুলিশ লাশ ঘটনা স্হল থেকে উদ্বার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং মৃত মালেক পালের পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পরিবার এর কাছে হস্তান্তর করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় দুধ বিক্রেতার মৃত্যু

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন দুধ বিক্রেতা মালেক পাল(৭০) । জানা গেছে গত  ২৩ মার্চ বেলা আনুমানিক ১০  টা থেকে সাড়ে ১১ টার মধ্যে  ঘটিকার মধ্যে যেকোন সময়। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
শহরের মেরিন কলেজ টু সুইজগেট পাকা রাস্তার জনৈক সাহেদা বেগম এর বাড়ির পিছনে রাস্তার ঢালে উওর পাশে‌ উক্ত ঘটনাটি ঘটে ‌ এ সময় তার লাশ রাস্তার পাশে পড়েছিল।
ঘটনার বিবরণে আরো জানা যায় তার বাড়ি  কোতয়ালী  থানাধীন মেরিন কলেজ টু সুইচ গেট পাকা রাস্তার  পাশে সাহেদা বেগম এর বাড়ির পিছনে। মৃত মালেক পাল (৭০) পিতা আলেপ পাল সাং চর মধ্য টেপাখোলা পো: ফরিদপুর সদর। থানা কোতয়ালী জেলা ফরিদপুর।
মৃত মালেক পাল দুধ বিক্রেতা ছিলেন  দুধ নিয়ে ২৩ মার্চ  সকাল দশটা থেকে এগারো  টার মধ্যে   দুধ নিয়ে বাই সাইকেল যোগে  টেপাখোলা বাজারে যাওয়ার সময়  যে কোন গাড়ি তাকে মেরে দিয়ে চলে যায়। মৃত মালেক পাল সাহেদা বেগমের বাড়ির পিছনে রাস্তার ঢালে পড়ে থাকে।
বাড়ির মানুষ গত কাল খোজা খুজি করে না পাওয়ায়  আজ  ২৪ মার্চ  কোতয়ালী থানায় জিডি করে আসে তার কিছুক্ষণ পর  বেলা ১২ টার  সময় মৃত মালেক পাল এর খোজ খবর পাওয়া যায় তাৎক্ষণিক পুলিশ কে খবর দেওয়ায় পুলিশ লাশ ঘটনা স্হল থেকে উদ্বার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং মৃত মালেক পালের পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পরিবার এর কাছে হস্তান্তর করা হয়।

প্রিন্ট