পুতিন ছাড়াও রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইসিসি। তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
ইউক্রেনে রাশিয়া ব্যাপক পরিসরে যুদ্ধাপরাধে জড়িত—জাতিসংঘের তদন্ত দলের এমন অভিযোগের এক দিন বাদেই এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে রাশিয়া শিশুদের সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ এনেছে ওই তদন্ত দলও।
এমন সময়ে এ পরোয়ানা জারি করা হলো যখন আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। এ সফরের জন্য তাঁকে দীর্ঘ দিন ধরেই আমন্ত্রণ জানিয়ে আসছিলেন পুতিন। ২০১৯ সালে সবশেষ রাশিয়া সফর করেছিলেন সি।
এদিকে আইসিসির এ পদক্ষেপে নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই দেশটিতে কোনো ধরনের নৃশংসতা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।
প্রিন্ট