পাবনার চাটমোহরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতীর পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল ,নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,সহকারী কমিশনার (ভূমি) তানজিনা খাতুন ও উপজেলা প প কর্মকর্তা ডা.ওমর ফারুক বুলবুল, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির জি এম মো আকমল হোসেন,সাব-রেজিস্টার মুদাচ্ছির হাসান, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্ব বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ,নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী বাবলু, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।
|
বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। বক্তরা আরো বলেন মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর বাঙ্গালী ঝাপিয়ে পরে দেশ স্বাধীন করে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রিন্ট