মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইয়ামিন শেখের (১২) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদহ গ্রামের মোল্যার ঘাট এলাকায় মধুমতি নদীতে গোসল নেমে এ নিখোঁজ হয় সে।
বৃহস্পতিবার দুপুর থেকে রাত দশটা র্প্রযন্তু পরিবার ও স্থানীয়রা নদীতে জাল টেনে লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। আজ শুক্রবার দুপুর ২ টার সময় তার লাশ উদ্ধার করে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। মৃত ইয়ামিন শেখ (১২) মধুখালী উপজেলার গাজনা এলাকার রাজ্জাক শেখের ছেলে এবং মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামের মুনসুর ফকিরের ভাগ্নে।
নিখোঁজ ইয়ামিন শেখের মামা মুনসুর ফকির জানান, নানা বাড়িতে থেকে পড়ালেখা করার জন্য গত সোমবার দাতিয়াদহ গ্রামে আসে। বুধবার তাকে বাবুখালী আদর্শ দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেনিতে ভর্তি করে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় স্থানীয় কয়েকজনের সাথে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে ইয়ামিন গভীর পানিতে ডুব দিয়ে তলিয়ে যায়। ওই দিন জাল টেনেও লাশ পাওয়া যায়নি।
এ বিষয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মোস্তাইন আলী বলেন, ‘খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি টিম আধা ঘন্টা নদীতে তল্লাসী চালিয়ে লাশ উদ্ধার করে।’
প্রিন্ট