ফরিদপুরে শুরু হয়েছে এটিএম সৈয়দুল আলম তপন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। শহরের মহিম স্কুলের মাঠে অনুষ্ঠিত লীগ পদ্ধতি টুর্নামেন্টে মোট ১২ টি দল চার গ্রুপে অংশগ্রহণ করছে ।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান মিঠু। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর টুর্নামেন্ট কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ হচ্ছেন ফয়সাল আহমেদ রবিন, নাজমুল খান, শেখ মিলন, রাজিব হোসেন, খন্দকার নাজমুল হোসেন তুহিন, উদ্বোধনী দিনে মোট ১২ টি খেলা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী দল পরবর্তী রাউন্ডে উন্নতি হয় ।
প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী শুক্রবারে অনুষ্ঠিত হতে পারে বলে কমিটি সূত্রে জানা গেছে।
প্রিন্ট