“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে সারা বিশ্বের ন্যয় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে এদিন সকালে উপজেলা প্রশাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি র্যালী বের হয়ে পৌর সদরের সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা.তানজিনা খাতুন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন.উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম,নারীনেত্রী সাজেদা পারভীন,চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।
আলোচনা সভাটি সঞ্চালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছ, মমতাজ মহল বলেন, নারী পুরুষের বৈষম্য দূরীকরণে নারী শিক্ষার উন্নয়ন, পারিবারিক ও সামাজিক পর্যায়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।তাছাড়া খুব আনন্দের বিষয় যে, ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের ২০২১ সালের একটি সমীক্ষায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান শীর্ষে যেখানে আমাদের পাশের দেশ ভারত ১৪৫ নাম্বারে অবস্থান করছে।সেখানে বাংলাদেশ ৭১ তম অবস্থানে রয়েছে। নারী পুরুষের সমতাই সকল সংকটের সমাধান করতে পারে।
পাশাপাশি নারী শিক্ষার উন্নয়নে নারী পুরুষের বৈষম্য দূরীকরণে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সৃজনশীল কর্মকাণ্ডের প্রত্যেকটি নারীকে নিয়োজিত রাখতে পারলে তাদের অর্থনৈতিক উন্নতি পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার নারীদের অভাবনীয় সাফল্য গোটা বিশ্বকে নাড়া দিয়েছে।
প্রিন্ট