মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে গুলি ও ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সোয়া ১টার দিকে দৌলতপুর থানা পুলিশ উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাঠপাড়া গ্রামের মতি সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে গৃহকর্তার ছেলে মিঠু সর্দার (৩৪)-এর ঘর থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি হাতুড়ি এবং দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মিঠু সর্দার পালিয়ে যেতে সক্ষম হয়। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কার্যকলাপের অসংখ্য অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
প্রিন্ট