রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মজিবুর রহমান ভূঁইয়ার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ জুলাই, বুধবার সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পরিষদের সভাপতি গোলাম ফারুক খোকন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মোঃ নাজমুল হাসান, সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, সিনিয়র শিক্ষক মহসিন মিয়া, আল-আমিনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রিন্ট