কুষ্টিয়ার খোকসায় জানিপুর ও বেতবাড়ীয়া ইউনিয়নের একটি রাস্তা ও একটি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার জানিপুর ইউনিয়নে চরদশকাউনিয়া গ্রামের এক কিলোমিটার এইচবি রাস্তা ও বেতবাড়ীয়া ইউনিয়নের বনগ্রামে হরিণ ধরা খালের উপর ব্রিজের উদ্বোধন করা হয়।
রাস্তা ও ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নিবার্হী অফিসার রিপন বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইদুর রহমান,বেতবাড়ীয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম জমির, জানিপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজিদ প্রমুখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য ও সুধীগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট