ফরিদপুরের পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার সকালে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইমদাদ হোসেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, হাইওয়ে পুলিশ সুপার (মাদারীপুর রেঞ্জ) মাহফুজুল আলম, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, টিআই তুহিন লস্কর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম শেখ, সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
বেলুন ও পায়রা ওড়ানো , কুচকাওয়াজ, এর মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১২৬ টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
এছাড়া সাবেক ছাত্রছাত্রী অভিভাবক স্কুলের শিক্ষক শিক্ষিকা পুরুষ পুলিশ সদস্য, এবং নারী পুলিশ সদস্যদের জন্য একটি করে খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট