আগামী ২৫ ফেব্রুয়ারী যুব সসাবেশকে সামনে রেখে ভেড়ামারা উপজেলা যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ(১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেল ৫টার সময় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁদগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মসফের আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কারিবুল ইসলাম রনির সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আবু দাউদ, চাঁদগ্রাম ইউপি আওয়ামীলীগ সভাপতি বুলবুল কবির, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জোয়াদ্দার, উপজেলা যুবলীগ সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারণ সম্পাদক মানিক মিয়া,সহ সভাপতি আহাদুজ্জামান রানা, আনোয়ার হোসেন গামা, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি, জামাতের নৈরাজ্য প্রতিহত করতে আগামী ২৫ ফেব্রুয়ারী উপজেলা যুবলীগের যুব সমাবেশকে সাফল্য মন্ডিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

প্রিন্ট