কুষ্টিয়ার খোকসায় ১১জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষ প্রকল্প (বীর নিবাস প্রকল্প) বীর নিবাস এর চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষ প্রকল্প (বীর নিবাস প্রকল্প) এর আওতায় ৫ হাজার বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের উওরাধিকারীদের মাঝে বীর নিবাস হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
পরে খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাস এর চাবির হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল আখতার।
|
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, সোনালী ব্যাংকের ম্যানেজার তৌফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান ও সুধী বৃন্দ। খোকসা উপজেলায় অসচ্ছল ১১জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
প্রিন্ট