ঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না পেয়ে ভাইয়ের মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার(১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় সড়কে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বড় ভাই মো. দলিল উদ্দিন শাহিন জানান, আমার আপন ভাই মো. শাহআলম অনেক দিন ধরেই নেশার সাথে জরিত। সে প্রায় সময়ে আমার কাছ থেকে জোর করে টাকা নিয়ে নেশা করতো। বিগত কয়েক দিন সে টাকার জন্য আমার কাছে বেশ কয়েকবার তাগিদ দেয়। আমি তাকে আর কোন টাকা পয়সা দিবো না বলে স্পষ্ট জানিয়ে দেই।
এ কারণে সে ক্ষিপ্ত হয়ে আমার পথরোধ করে আমার ব্যবহৃত বাজাজ কোম্পানির প্লাটিনা মডেলের গাড়ীটিতে আগুন দেয়। আগুনে মোটরসাইকেলটির অধিকাংশই পুড়ে গেছে। এসময় আমি নলছিটি থানা পুলিশে খবর দিলে সে পালিয়ে যায়। বর্তমানে গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। তিনি আরও বলেন, আমি এ ব্যাপারে গাড়ি পোড়ানো ও চাঁদাবাজি মামলা দায়ের প্রস্তুতি নিয়েছি।
নলছিটি থানার পুলিশ পরিদর্শক( ওসি তদন্ত) মনোরঞ্জন মিস্তিরি জানান,আমরা পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিন্ট