আরামবাগ ইয়াতিমখানা ও আরামবাগ ইয়াতিমখানা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আজ শনিবার সকাল দশটায় বিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল তাওয়াব এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এ এস এম আলী আহসান, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদরের উপজেলা শিক্ষা অফিসার মিসেস নার্গিস জাফরি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ আব্দুল হক, অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোঃ শহিদুল ইসলাম প্রধান শিক্ষক আরামবাগ ইয়াতিমখানা অভি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মুয়াজ্জেম হোসেন টোকন।জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে প্রতিযোগিতার অনুষ্ঠানিকতা শুরু হয় ।
এ প্রতিযোগিতায় মোট ২০ টি গ্রুপে এবং ৪০টি ইভেন্টে খেলা গুলো অনুষ্ঠিত হয়।এছাড়া অভিভাবকদের জন্য সাবেক শিক্ষার্থীদের জন্য একটি করে খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট