ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা এর উদ্যোগে আজ বেলা দুইটায় সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মুফতি মিজানুর রহমান এর নেতৃত্বে ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদ জনতার মোড় থেকে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্ম বিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জাহিদ হাসান, প্রচার সম্পাদক মাওলানা ইয়াকুব,দপ্তর সম্পাদক মাওলানা আব্দুর রহিম, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ ইমরান নাজির,ইসলামী যুব আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোফাজ্জল হোসাইন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার অন্যান্য নেতাকর্মী।
বক্তারা তাদের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন “নেতা নয় নিতির দরকার,তাই বর্তমান শিক্ষা মন্ত্রীর দ্রুত পদত্যাগ দাবি করেন এবং পবিত্র কোরআন পুড়িয়ে ফেলায় তীব্র নিন্দা প্রকাশ না করায় বর্তমান আওয়ামীলীগ সরকারের পদত্যাগ দাবি করেন৷ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আরও বলেন যদি পাঠ্যপুস্তকে পরিবর্তন না আনে সরকার তাহলে সামনে আরও কঠিন কর্মসূচির পালনের মাধ্যমে জনমত গড়ে তোলা হবে৷
প্রিন্ট