গত কয়েক দিনে ফরিদপুরের উপর দিয়ে টানা শৈত প্রবাহ ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ফরিদপুরের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শৈত প্রবাহ চলাকালে জেলার সর্ব নিম্ন তাপমাত্রা নয় ডিগ্রিতে নেমে গিয়েছিলো। এতে করে কনকনে হিম ঠান্ডা আর কুয়াশার দাপটে অসহায় ছিন্নমুল মানুষেরা বিপর্যস্ত হয়ে পড়েছে।ঠিক এমন সময়ই হতদরিদ্র ছিন্নমূল মানুষ আর মাদ্রাসার ছাত্রদের পাশে কম্বল হাতে এগিয়ে এলো গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর। ফরিদপুর শহরের মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও অসহায় ছিন্নমুল মানুষের মাঝে প্রায় অর্ধশতাধীক শীত বস্ত্র স্বরুপ কম্বল বিতরন করেছে সংগঠনটি।
ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তুহিন লষ্কর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব কম্বল বিতরন করেন। এ সময় গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর সভাপতি কবির শেখ, সাধারন সম্পাদক সজিব খানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। এদিকে কনকনে শীতে অসহায় এসব শীতার্তদের জীবন-যাপন বড় কষ্টের কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর নিকট হতে ১ টি করে কম্বল পাওয়ায় তাদের শীত কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর সাধারন সম্পাদক সজিব খান জানান, ফরিদপুরের উপর দিয়ে হঠাৎ মৃদু শৈত্য প্রবাহ বইতে শুরু হওয়ায় মারাত্বক ভোগান্তিতে পরেছে সমাজের ছিন্নমুল মানুষেরা। তাই তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষে কিছু মানুষের অর্থায়নে আমরা এসব কম্বল বিতরন করেছি। ভবিষ্যতেও এসব মানুষের যে কোন সমস্যায় পাশে থাকার অঙ্গিকার করেন সজিব খান।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার বিভিন্ন বর্ষের শির্ক্ষার্থীদের নিয়ে গঠিত গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর উদ্যোগে এর আগেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
প্রিন্ট