মাগুরা শালিখায় টিসিবির ১১টি প্যাকেজ বিক্রয় না করে অন্যত্র লুকিয়ে রাখার দায়ে দুই ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।আজ ৫ই জানুয়ারী বৃহস্পতিবার বিকালে মাগুরা শালিখা উপজেলার বাউলিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন মনিরা জানান,সরকার সারা দেশে ন্যায্য মূল্যে টিসিবি প্যাকেজ ডিলারের মাধ্যমে বিক্রয় করছে।তারই ধারাবাহিকতায় আজ ৫ই জানুয়ারী বুনাগাতী ইউনিয়নের বাউলিয়া বাজারে বিক্রয় করছিলো মাগুরার ফয়েজ এন্ড রব্বানী ট্রের্ডাস নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠান।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টিসিবি ১১টি প্যাকেজ বিক্রি না করে বাজারে সরজিৎ মজুমদারের চায়ের দোকানে লুকিয়ে রাখা হয়েছে।
এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরির্দশন করে সত্যতা যাচাই সাপেক্ষে ১১টি প্যাকেজ উদ্ধার সহ টিসিবি পন্য বিক্রি না করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে ফয়েজ এন্ড রব্বানী ট্রের্ডাসের কর্মচারী রুবেল হোসেন ও চায়ের দোকানী সরজিৎ মজুমদারকে অত্যাবশ্যকিয় পন্য নিয়ন্ত্রন আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রিন্ট