ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ্ ছুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ নকশাবন্দী মোজাদ্দেদীর (রাঃ) বার্ষিক ওরছ আগামী বুধবার (৪ঠা জানুয়ারী) অনুষ্ঠিতহবে।
ধর্মীয় ভাব গাম্ভীজতার মধ্য দিয়ে সারারাত জিকির-আসকার, পীরের ওসিয়াত-নসিয়ত প্রচার, মিলাদ মাহফিলও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ওরছের আনুষ্ঠানিকতা শেষ হবে। ৪ জানুয়ারী বাদ ফজর পীরের রওজা মোবারক জিয়ারত, মুসলিম উম্মার সুখ-শান্তি ও উত্তর-উত্তর সফল্য কামনা করে মোনাজাত প্ররিচালনা করবেন গদিনাশীন পীর শাহ্ছুফী সৈয়দ কামরুজ্জামান নকশাবন্দী মোজাদ্দেদী আল্ অয়রসী।
ওরছে দেশের বিভিন্ন এলাকা থেকে দরবার শরীফে বাস, লঞ্চ ও কাফেলা যোগে লাখ লাখ আসেকান-জাকেরান দের সমাবেশ ঘটবে বলে দরবার শরীফের মুখপাত্র মোঃমাহাবুব রহমান জানান।
প্রিন্ট