খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হবে আজ। নির্বাচন কমিশন কর্তৃক সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
খোকসায় উপজেলা বেতবাড়ীয় ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকা মার্কায় প্রার্থী শফিকুল ইসলাম জমির, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রুকু আনারস মার্কা ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কায় ফিরোজ হোসেন।
শেষ মুহূর্তে প্রচার প্রচারণা তুঙ্গে। ভোট সংখ্যা ৯ হাজার ৩ শত ৯৭। ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে থাকবে একজন এস আই এর নেতৃত্বে ১৭ জন আনসার ও পুলিশ । থাকছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজেপি, র্যাপিড একশন ব্যাটেলিয়ান ও পুলিশ বাহিনী। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে অপরাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণ করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সাথে কথা বলা হলে তিনি সাংবাদিকদের বলেন প্রশাসনের পক্ষ থেকে প্রতিটা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ পুলিশ আনসার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজেপি, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ বাহিনী টহল দিবে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে। আমি আশা করি অবাক সুষ্ঠু নিরপেক্ষ এবং সবার গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম এর সঙ্গে কথা বলা হলে তিনি সাংবাদিকদের জানান ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ভোট নিতে যা যা করা দরকার তাই করা হবে।
প্রিন্ট