মোঃ ইকবাল হোসেনঃ
আলফাডাঙ্গা উপজেলার এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রধান শিক্ষক আজাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক এম এম মোস্তাফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজ্জামেল হক।
অভিভাবকদের মধ্যে বক্তব্য প্রদান করেন ১৩০০ নম্বরের মধ্যে ১২২৫ নম্বর পাওয়া তাসমিন ইসলামের পিতা আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মেহেরুল ইসলাম ও তাকিয়া মেহেজাবিনের মাতা চম্পা খানম।
শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষক আবুল বাশার শেখ ও সাবিহা সুলতানা।
এ বছর আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ শিক্ষায় ১৪ জন ও কারিগরি শিক্ষায় ৫ জন। সর্বমোট ১৯ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে তাসমিন ইসলাম ১৩০০ নম্বরের মধ্যে পেয়েছে ১২২৫। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।
প্রিন্ট