শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দিপন।
উপস্থিত থেকে আলোচনা অংশগ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম,খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান, প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা, কৃষি কর্মকর্তা,খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, সাংবাদিক পুলক সরকার, জাহাঙ্গীর আলম রানা, মিলন হোসেন খান প্রমুখ ।
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে আলোচনা অংশগ্রহণ করেন। সভায় মাদক ও আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য আজকের এই সভায় এবছর ইউনিয়ন পরিষদে গ্রামীন আদালত পরিচালনায় বিশেষ অবদান রাখায় দুইজন ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
এরা হলেন গোপগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ও ওসমানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এদের হাতে সম্মাননা কেস্ট তুলে দেন।
প্রিন্ট